google-site-verification=P8K9ztkraFv-GbpSDj7zmwswJpUj5ka1Rs65WJxPRLQ পশুদের ও মানবিকতা আছে।

পশুদের ও মানবিকতা আছে।

"পশুদের ও মানবিকতা আছে" – একটি ছোট অথচ গভীর অর্থবোধক বাক্য।

পশুদের ও মানবিকতা আছে।

 

 


 

পশুদের সাধারণভাবে মানুষ মনে করে শুধুই প্রবৃত্তিনির্ভর জীব। কিন্তু বাস্তবে অনেক সময় তাদের আচরণে মমতা, ভালোবাসা, সহানুভূতি, আত্মত্যাগ বা সহানুভূতির মতো মানবিক গুণ দেখা যায়।

 তারা কখনো সন্তানদের রক্ষা করতে জীবন দেয়, কখনো অসুস্থ বা আহত সাথীর পাশে থাকে।

অনেক পশু আবার মানুষের দুঃখ-বেদনায়ও সাড়া দেয়। এ থেকেই বোঝা যায়, মানবিকতা শুধু মানুষের একচ্ছত্র সম্পদ নয়, পশুরাও অনুভব করতে পারে, ভালোবাসতে পারে, সাহায্য করতে পারে। 

এই কথাটি আমাদের শেখায় – সব জীবের প্রতি সদয় হওয়া উচিত, কারণ তারাও অনুভব করতে জানে।

‘‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ইশ্বর।‘‘

এই ভিডিও টি তারই জ্বলন্ত উদাহরণ।

#AnimalsHaveFeelings #KindnessToAnimals #AnimalLove #CompassionForAll #AnimalsAreFamily #BeKindToEveryKind #RespectAllLife #HumanityInAnimals #LoveAllCreatures #ServeGodThroughLove

Post a Comment

Previous Post Next Post