google-site-verification=P8K9ztkraFv-GbpSDj7zmwswJpUj5ka1Rs65WJxPRLQ অস্ট্রেলিয়ানদের বিপক্ষে টাইগারদের হারের নেপথ্য কারণ

অস্ট্রেলিয়ানদের বিপক্ষে টাইগারদের হারের নেপথ্য কারণ

অস্ট্রেলিয়ানদের বিপক্ষে টাইগারদের হারের নেপথ্য কারণ।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। এর নেপথ্যে কি শুধুই বৃষ্টি আইন, নাকি রয়েছে ব্যাটিংবোলিংয়ের ভরাডুবি।

অস্ট্রেলিয়ার কাছে হেরে সুপার এইট শুরু বাংলাদেশের।

বাংলাদেশের হার সুপার এইটে প্রথম ম্যাচে।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরেছে বাংলাদেশ।

অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার সামনে অপেক্ষাকৃত দূর্বল বাংলাদেশ।

পূর্েবর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে ৫টি ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের সুপার এইট শুরুর পেছনের গল্প গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার সঙ্গে রানের হার, বাকি ৩টি ম্যাচই জিতেছে বাংলাদেশ বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং চেহারা বিবর্ণ অন্যদিকে অস্ট্রেলিয়ার ব্যাটিং হেভিওয়েট। বাংলাদেশের মূল আশা বোলিং।

সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে, অস্ট্রেলিয়া টসে জিতলে ব্যাটিং করতে চাইবে। যেমন আশা তার বিপরিত কাজ? টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মার্শ। টাইগার অধিনায়ক নাজমুল বলেছেন, তিনিও ফিল্ডিং নিতেন। বৃষ্টিতে প্রায় ১৫ মিনিট পর হলো টস।

কামিন্সের হ্যাটট্রিক:

দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন কামিন্স, আগের হ্যাটট্রিক ছিল ব্রেট লির। সেটিও ছিল বাংলাদেশের বিপক্ষেই। সেই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ ’২৪ দেখল সপ্তম হ্যাটট্রিক।

শেষ দিকে হৃদয়ের ২৮ বলে ৪০ রানের ইনিংসে বাংলাদেশ থেমে গেছে ১৪০ রানে।

বিশ্বকাপে অষ্টম ফিফটি পূর্ণ করলেন ৩৪ বল ডেভিড ওয়ার্নার পরের বলে তাঁর নেওয়া সিঙ্গেলে ১০০ পূর্ণ হলো অস্ট্রেলিয়ার। এবার বেশ জোরেই নেমেছে বৃষ্টি। এরপর ১১. ওভার পর ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া, সময়ে পার স্কোর ৭২ রান।

আরো সংবাদ ......

বাংলাদেশ একাদশ 

তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা জশ হ্যাজলউড।

Post a Comment

Previous Post Next Post