google-site-verification=P8K9ztkraFv-GbpSDj7zmwswJpUj5ka1Rs65WJxPRLQ বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি ভারতে

বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি ভারতে

বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি ভারতে

INTEREST NEWS TODAY -
September 22, 2024

বাংলাদেশ থেকে  ইলিশ রপ্তানি ভারতে.

ভারতে ইলিশ রফতানি বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত.

সামনের মাসের ১ম সপ্তাহে দুর্গাপূজার শারদীয় উৎসব ২০২৪।     বিবিসি উল্লেখ করেছে, ইলিশ জাতীয় মাছ হলেও বাংলাদেশে এটি একটি দামি মাছ। শুধু ধনী এবং মধ্যবিত্তরাই এটিকে হাতের নাগালে পায়। গরিবেরা এই মাছ কিনতে পারে না।


বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গজুড়ে বাঙালি সংস্কৃতি এবং রন্ধনপ্রণালিতে গভীরভাবে জড়িয়ে আছে ইলিশ মাছ। ইলিশ মাছের সূক্ষ্ম স্বাদ এবং নানা ব্যবহারের জন্য উচ্চ মাত্রাই  প্রশংসিত। তাই ইলিশের অভাব হলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উভয় অঞ্চলের মানুষের জন্যই এটি একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে।

অর্থনীতিবিদদের মতে দ্বিপাক্ষিক বন্ধুত্বের প্রতীক হিসেবে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় ইলিশ খাওয়া অনেক ‍দিনের ঐতিহ্য। দাম বা উৎপাদন যাই হোক না কেন, সুসম্পর্ক বজায় রাখতে এবং দেশের ঐতিহ্যকে সম্মান করতে বাংলাদেশের উচিত উপহার হিসেবে ইলিশ মাছ ভারতে রপ্তানি করা উচিত বলে মন্তব্য করেন অনেক  বিশ্লেষক।   

ইলিশ রপ্তানি বিষয়টিকে ভারত ও বাংলাদেশের মধ্যকার ‘মাছ কূটনীতি’ আখ্যা দিয়ে দুই দেশের বিশ্লেষকগণ মনে করেন। দূ’দেশের সু সম্পর্ক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। 

বিগত পাঁচ বছর ধরে দুর্গাপূজার আগে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে আসছে বাংলাদেশ। এবারও একই উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। ফলে আগামী ৮ অক্টোবর শুরু হতে যাওয়া দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ পাচ্ছেন ভারতীয়রা, বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিকেরা।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে ‘ইলিশ রপ্তানি নিষিদ্ধ। তবে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ইলিশ রপ্তানি শিথিল করে, বিশেষ করে পশ্চিমবঙ্গে পূজার সময়।’  


মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভারতে ইলিশ রফতানির যে অনুমতি হয়েছে, সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের না। এখনও ইলিশ যায়নি, মাত্র সিদ্ধান্ত হয়েছে। এ জন্য বাজারে ইলিশের দাম বাড়ার কোনও কারণ নেই।   

রবিবার (২২ সেপ্টেম্বর,২০২৪) সচিবালয়ে মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

ফরিদা আখতার বলেন, ‘দেশে ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ মেট্রিক টনের বেশি।

রফতানির সিদ্ধান্ত হয়েছে ৩ হাজার মেট্রিক টন। 

TO CONTINUE . . . . 

Post a Comment

Previous Post Next Post