গ্লোবাল ইন্টারপ্রেনারশিপ বুটক্যাম্প ২০২৪ প্যারিস
ü👍 ১১তম গ্লোবাল ইন্টারপ্রেনারশিপ বুটক্যাম্প ২০২৪ - প্যারিস, ফ্রান্স
ü 👍আগামী ২১ থেকে ২৪ অক্টোবর ২০২৪ তারিখে।
& আপনি কি একজন উদ্যমী উদ্যোক্তা বা স্টার্টআপ প্রতিষ্ঠাতা?
& বিশ্বের বিভিন্ন প্রান্তের চিন্তাশীল মস্তিষ্কের সাথে নেটওয়ার্কিং করার এবং নিজেদের উদ্যোগকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার সুযোগ খুঁজছেন?
তাহলে আপনার জন্য রয়েছে
আসন্ন ১১তম গ্লোবাল ইন্টারপ্রেনারশিপ বুটক্যাম্পে অংশগ্রহণ করার সুবর্ণ সুযোগ,
& অংশগ্রহণের সুযোগ পেতে পারেন:
& স্টার্টআপ প্রতিষ্ঠাতা বা সহ-প্রতিষ্ঠাতা
& শিক্ষার্থী বা তরুণ পেশাজীবী
& সামাজিক উদ্যোক্তা
& বিনিয়োগকারী বা ভেঞ্চার ক্যাপিটালিস্ট
& ব্যবসা উন্নয়নে আগ্রহী যেকোনো ব্যক্তি
👍বিশেষ সুবিধা:
জনাব, মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, জিইবি বাংলাদেশ থেকে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন, তাই ইনশাআল্লাহ আপনি সব ধরনের সহায়তা পাবেন।
👍যোগাযোগের মাধ্যম:
& WhatsApp: +880 1917-039373
& ইভেন্টের সব আপডেট জানতে ভিজিট করুন:
👍GEB অফিসিয়াল ওয়েবসাইট: https://gebootcamp.com
& এই আকর্ষণীয় সুযোগ হাতছাড়া করবেন না! আপনার উদ্যোগকে আরো এক ধাপ এগিয়ে নিন এবং বিশ্বব্যাপী উদ্যোক্তাদের সাথে যোগ দিন।
& বিশ্বজুড়ে তরুণ উদ্যোক্তাদের যোগাযোগ, কাজের পরিধি ও আদান-প্রদান, বিভিন্ন সংগঠনের সাথে কাজ করা, তরুণ উদ্যোক্তারা উপকৃত হওয়া, একই নেকওয়ার্কে কাজ করা, সাফল্যের স্বর্ণ শিকড়ে পৌঁছানো, নতুন নতুন উদ্ভাবন, দেশের জন্য গৌরব বয়ে আনা ইত্যাদি অবগত ও প্রয়োগের মাধ্যমে নিজেকে বিশ্বের দরবারে পরিচিতি করে তোলা।
& শিল্পের শহর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা উদ্যোক্তাদের আসর ‘গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ বুটক্যাম্প বা জিইবি’। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত উদ্যোক্তাদের নিয়ে আয়োজনটিতে বিশ্বের প্রায় ১০০ দেশ থেকে সফল উদ্যোক্তা ও ৩০০ জনের মতো মেধাবি তরুণ-তরুণী অংশগ্রহণ করবেন।
& যুক্তরাষ্ট্রের এমআইটি, হার্বাড থেকে শুরু করে পৃথিবীর অন্যতম নামি-দামি সব ইউনিভার্সিটি ও গুগল, মেটা, অ্যাপল মাইক্রোসফটসহ বিশ্বসেরা টেক জায়ান্টদের দ্বারা যৌথভাবে নানা সেশন পরিচালনা করে দল গঠন, আলোচনা, স্টার্টআপ ওয়ার্কআউট, ব্যবসায়িক মডেল গঠন, উদ্ভাবনী ব্যবসায়িক ধারণার মতো নানা আয়োজন হয়ে থাকে এই বুট ক্যাম্পে .