google-site-verification=P8K9ztkraFv-GbpSDj7zmwswJpUj5ka1Rs65WJxPRLQ রহমের বৃষ্টিতে ভিজলো জমিন

রহমের বৃষ্টিতে ভিজলো জমিন

 💔💔💔💔💔💔💔💔💔💚💚💚💚💚💚💚💘💘💘💘💘💘

শিরোনাম: রহমের বৃষ্টিতে ভিজলো জমিন

 শিল্পী: জাইমা নূর

 

কান পেতে শোনো গায় সাত আসমান

খোশ আমদেদ এলো মাহে রমাদান।।

শিল্পী: জাইমা নূর

 

রহমের বৃষ্টিতে ভিজলো জমিন

হৃদয় সাগরে এলো বারাকার ঢেউ

বুকের উঠোনে নাচে নাজাতের দিন

কী যে সুখ! রব ছাড়া বুঝবে না কেউ

কান পেতে শোনো গায় সাত আসমান

খোশ আমদেদ এলো মাহে রমাদান।।

এই মাস মালিকের সেরা উপহার

অবহেলা করে তাকে হারাবো না আর()

সিয়াম কিয়ামে রবো রত নিশিদিন

ছড়াবো আমল ফুলে খুশবুর ঘ্রাণ।।

এসো করি পাপগুলো পুড়ে পুড়ে ছাই

ফোটাই ঠোঁটের পাড়ে হরফের ফুল

কদরের রাত যদি একবার পাই

মুছে যাবে জীবনের গুনা'খাতা ধুল।

এই মাস হেলা করে যদি চলে যায়

তুমি বড় হতভাগা এই দুনিয়ায়()

রোজা রাখো ক্ষমা চাও খুলে আছে দ্বার

তাকাও দু'চোখ মেলে দ্যাখো রাইয়ান।।

Post a Comment

Previous Post Next Post