বিপিএল ২০২৪ -এ সাম্মনিত বিদেশি ক্রিকেটারদের নামের তালিকা
শক্তি ও দুর্বলতায় বিপিএলের দশম আসরের উদ্বোধন
যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বেলুন উড়িয়ে, স্মোক কালার বোম ফাটিয়ে উদ্বোধন করেন টুর্নামেন্টের।
এবারের আসরে সাম্মনিত বিদেশি ক্রিকেটারদের নামের তালিকা: শক্তিশালী অংশগ্রহণকারী ৭টি দল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড বিদেশী : মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ,b খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমাদ, রাখিম কর্নওয়াল
দুর্দান্ত ঢাকা স্কোয়াড বিদেশী : সাদিরা সামারাবিক্রমা, চতুরঙ্গা ডি সিলভা, সাইম আইয়ুব, উসমান কাদির, লাসিথ ক্রসপুল্লে, দানুস্কা গুনাথিলাকা
রংপুর রাইডার্স স্কোয়াডবিদেশী : আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, বাবর আজম, এহসানউল্লাহ, মাতিশা পাতিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মিশেল রিপন, ইয়াসির মোহাম্মদ।
ফরচুন বরিশাল স্কোয়াড বিদেশী : ডেভিড মিলার, ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, আব্বাস আফ্রিদি, দুনিথ ওয়েলালাগে, ইয়ানিক ক্যারিয়াহ, দিনেশ চান্ডিমাল, নুয়ার তুশারা
সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড বিদেশী : রায়ান বার্ল, বেন কাটিং, হ্যারি টেক্টর, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, বেনি হাওয়েল।
খুলনা টাইগার্স স্কোয়াড বিদেশী : এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনাঞ্জয়া ডি সিলভা, শাই হোপ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, কাসুন রাজিথা, দাসুন শানাকা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড বিদেশী : কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্ডো, মোহাম্মদ হারিস, নজিবউল্লাহ জাদরান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হাসনাইন, স্টিভ এসকিনাজি, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, ফিল সল্ট।